বিশ্বে করোনা: মৃত্যু-শনাক্ত দুটোই বেড়েছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ১৭:৩৪

শেয়ার করুনঃ
বিশ্বে করোনা: মৃত্যু-শনাক্ত দুটোই বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ১ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় পৌনে দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭২৩ জনে।

এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৮০১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে বেড়েছে প্রায় সোয়া এক লাখ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৭২১ জনে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬৪৩ জন। প্রাণহানি হয়েছে ২২৩ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার ৬২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৭ হাজার ৯৪৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫০৯ জন। মারা গেছেন ১০২ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৭ লাখ ২৭ হাজার ৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ১৮ হাজার ৭০৯ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতই বড় বাধা: শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে দ্বিধায় নয়াদিল্লি

ভারতই বড় বাধা: শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে দ্বিধায় নয়াদিল্লি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করছে ঢাকা। কিন্তু এই পরিকল্পনার সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ভারত— এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনা এখন দুই দেশের জটিল কূটনৈতিক টানাপোড়নের মূল চরিত্র। একসময় ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত শেখ হাসিনা ছিলেন একজন বিপ্লবী

পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা: তিন সন্ত্রাসী নিহত, শহীদ ৩ এফসি সদস্য

পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা: তিন সন্ত্রাসী নিহত, শহীদ ৩ এফসি সদস্য

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে সোমবার ভয়াবহ বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় তিনজন আত্মঘাতী সন্ত্রাসী নিহত হয়েছে এবং তিনজন এফসি কর্মী শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন, যার মধ্যে দুইজন এফসি সদস্যও আছেন। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ আহমাদ বলেন, তিনজন আত্মঘাতী বোমাবাহক এফসি

বাংলাদেশের পর মিয়ানমারে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নতুন উদ্বেগ

বাংলাদেশের পর মিয়ানমারে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নতুন উদ্বেগ

বাংলাদেশে শুক্রবারের (২১ নভেম্বর) ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই রোববার (২৩ নভেম্বর) আবারও কেঁপে উঠল প্রতিবেশী দেশ মিয়ানমার। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। এক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্প, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞ এবং

চিকেন'স্ নেক ঘিরে সর্বোচ্চ সতর্কতা: বহু সংস্থার যৌথ বৈঠক!

চিকেন'স্ নেক ঘিরে সর্বোচ্চ সতর্কতা: বহু সংস্থার যৌথ বৈঠক!

পার্শ্ববর্তী কয়েক দেশে রাজনৈতিক অস্থিরতা এবং দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় গাড়ি বিস্ফোরণের ঘটনার পরে সমগ্র ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা পুনর্মূল্যায়নে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শিলিগুড়ি কার্যালয়ে আয়োজিত এই বৈঠক ‘স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার’ (SMAC) বৈঠক নামে পরিচিত। বৈঠকে সেনাবাহিনী, বিমানবাহিনী, বিএসএফ,

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬৭ শিশু: ইউনিসেফ

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬৭ শিশু: ইউনিসেফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় কার্যকর যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফ। প্রতিষ্ঠানটি বলছে, পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হচ্ছে এবং গাজার শিশুদের জন্য কোথাও কোনো নিরাপদ স্থান নেই। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহতদের মধ্যে রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ