টাঙ্গাইলে পুলিশসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৭শে জুন ২০২০ ০৩:০৮ অপরাহ্ন
টাঙ্গাইলে পুলিশসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। এদের মধ্যে নৌপুলিশের একজন সহকারী পুলিশ সুপারসহ পুলিশ বাহিনীর ছয় সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। জেলায় সংক্রমণের দিক দিয়ে শীর্ষে রয়েছে মির্জাপুর ।এ পর্যন্ত জেলায় আট হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে ৫০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৮ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রথম এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। নারায়গঞ্জের একটি ক্লিনিকে কর্মরত ওই স্বাস্থ্যকর্মী মির্জাপুরে বাড়ীতে আসার পর শনাক্ত হন। পরে এপ্রিল মাসের শেষে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪ জনে। মে মাসে ঈদের আগের দিন পর্যন্ত (২৪ মে) শনাক্ত হন ৯৬ জন। ঈদের পর লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। ঈদের পর এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ১৬৫ জন। জুন মাসের ২৬ দিনে ৩৪৩ জন নতুন আক্রান্ত হন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সংক্রমণের দিক দিয়ে শীর্ষে রয়েছে মির্জাপুর উপজেলা। এ উপজেলার ১৫৫ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলায় ৮৭, নাগরপুরে ৩৭, দেলদুয়ারে ৩৩, সখীপুরে ১৮, বাসাইলে ১২, কালিহাতীতে ৩৫, ঘাটাইলে ২২, মধুপুরে ৩২, ভূঞাপুরে ২৬, গোপালপুরে ২৮ ও ধনবাড়ী উপজেলায় ২৩ জন শনাক্ত হয়েছেন।জেলায় কোভিড–১৯ আক্রান্ত  ব্যক্তিদের মধ্যে ১৭৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১১ জন।