কোয়ারেন্টাইনে সেই বিয়েবাড়ির আশপাশের ২৫টি বাড়ি
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক বাড়িতে করোনা আক্রান্ত সেই দুই আমেরিকান প্রবাসী বিয়ের দাওয়াতে উপস্থিত থাকায় আশেপাশের ২৫ পরিবারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২২ মার্চ) রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামের ২৫ পরিবারের মোট ১৪৮ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।
তিনি বলেন, গত ১৩ মার্চ ওই এলাকার এক হিন্দু পরিবারের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমেরিকান প্রবাসী আত্মীয় বিয়ের দাওয়াত খেতে আসেন। পরবর্তীতে সেই দুই প্রবাসী করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়ায় ২৫ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাতে অন্য কেউ সংক্রমিত হতে না পারে। আর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সেখানে পুলিশের তত্ত্বাবধানে গ্রাম পুলিশও মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত একই আমেরিকান প্রবাসী পরিবারের সদস্যরা সাদুল্লাপুর উপজেলার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় সেই পরিবারের সদস্যদেরকেও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।