
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ৪:৪৩

বাবা ফুটবলের ভক্ত। বাবার কাছ থেকে গল্প শুনে ফুটবলের প্রতি ছোট বয়সেই আকর্ষণ জন্মেছে ছেলের। প্রিয় দলের খেলা দেখতে বাবার সঙ্গে স্টেডিয়ামে যায় সে। প্রিয় দলের জার্সি পরে উচ্ছ্বাসও করে। কিন্তু সে চোখে দেখতে পায় না। তাই স্টেডিয়ামে বাবা তাঁকে বলে দেন, কী ঘটছে মাঠে। কোন ফুটবলার বল নিয়ে দৌড়চ্ছেন, কে গোল করলেন, গোল হতে হতেও না হওয়া— এ সবই সে জানতে পারে পাশে বসে বাবার দেওয়া ধারাভাষ্য থেকে।
সেই পোস্টে জানা গিয়েছে, ওই অন্ধ ছেলেটির নাম সেবাস্তিয়ান। দেখুন সেই ভিডিও-

নিউজ ৭১/টি.টি. রাকিব