
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৯

কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় কর্মরত তিনজন সার্ভেয়ারের বাসায় পৃথক অভিযান চালিয়ে র্যাব-১৫-এর সদস্যরা প্রায় এক কোটি টাকা এবং বেশ কিছু সরকারি নথিপত্র জব্দ করেছেন। অভিযানের সময় আটক হয়েছেন ওয়াসিম নামের একজন সার্ভেয়ার। এ সময় ফেরদৌস ও ফরিদ নামের অন্য দুজন সার্ভেয়ার পালিয়ে গেছেন। র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পৃথক তিনটি স্থানে এ অভিযান চালানো হয়।
