
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:০

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এক দল মানুষ। প্রায় অর্ধশত মানুষ এ বিক্ষোভে অংশ নেন। প্ল্যাকার্ড হাতে তারা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এ নির্বাহীর বাড়ির সামনে উচ্চস্বরে চিৎকার করে স্লোগান দেন।

এদিকে সম্প্রতি জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে ফেসবুকে বিপজ্জনক অনলাইন কন্টেন্ট বন্ধ করা অথবা কোন বক্তব্য ‘আইনসম্মত ও বৈধ’ কিনা সেটি বিচার করা ফেসবুকের মত কোন প্রতিষ্ঠানের কাজ নয় বলে জানিয়েছেন মার্ক জুকারবার্গ।
