
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ৪:৪৪

ওয়াইফাই আর জিবি-র যুগে অনলাইনে সবকিছু্ সম্ভব। ধরে নিন, অনলাইনে ক্লাস করা যায়, বাজার করা যায়, খবরও পড়া যায়। তাই বলে অননলাইনে বিয়ে? হ্যাঁ, এরকমটাও হয়। ভিডিওটি দেখলে নিশ্চয় বিশ্বাস করবেন।
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি হিন্দু পরিবারের বিয়ে হচ্ছে। আর সেই বিয়েটা হচ্ছে অনলাইনে। মানে পাত্র এবং পাত্রী কেউই সশরীরে উপস্থিত নেই। প্রত্যেকেই মোবাইলের ভিডিও চ্যাট অন করে রেখেছে। আর আত্মীয়রা সেই দুটি মোবাইল সামনে রেখে আচার-অনুষ্ঠান সারছেন।
এমনকি পাত্রীর কপালে সিঁদুরের টীকাও পরানো রয়েছে। কপালে মানে মোবাইল স্ক্রিনের উপর দেওয়া হয়েছে সেই টীকা। যতদূর জানা গিয়েছে, এটি একটি গুজরাতি পরিবারের ঘটনা। এইভাবেই ‘রোকা’ হয়েছে তাদের। এমনকি বিয়েবাড়ির মত সেজেগুজেও রয়েছে সবাই। হু হু করে শেয়ার হচ্ছে সেই ভিডিও
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
