গত কয়েকদিন ধরে অনেকটা চুপিসারে কেটে নিয়ে যাওয়া হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে পড়ে থাকা পুরনো মালবাহী ট্রেনের বগি। এখানে প্রায় এক যুগ পড়েছিল ৯টি পুরনো মালবাহী ট্রেনের বগি। এগুলো এভাবে নিয়ে যেতে দেখে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বগিগুলো সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। কিনেছে স্বপ্নিল এসোসিয়েশন নামে চট্রগ্রামের একটি প্রতিষ্ঠান। বগিগুলো কেটে টুকরো করে ট্রাকযোগে গন্তব্যে নিয়ে যাচ্ছে স্বপ্নিলের লোকজন।
এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ঘটনাস্থলে থাকা স্বপ্নিল এসোসিয়েশনের ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বলেন, ‘এখানে নিয়মনীতি মেনে তারা নিলামে ৯টি মালবাহী বগি পেয়েছেন।’ এখন গ্যাস দিয়ে কেটে টুকরো করে ট্রাক দিয়ে গন্তব্যে নিয়ে যাচ্ছেন।
শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার এবিএম সাইফুল ইসলাম জানান, মালবাহী ট্রেনের এই বগিগুলো প্রায় ১২ বছর যাবৎ অচল অবস্থায় পড়ে ছিল। চট্রগ্রাম থেকে এগুলো নিলাম দেওয়া হয়। স্বপ্নিল এসোসিয়েশন এগুলো নিয়ে রডসহ বিভিন্ন জিনিস তৈরি করবে। তবে কত টাকা কেজিতে এগুলো নিলাম দেওয়া হয়েছে, তা তিনি বলতে পারেননি।