
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ২১:৩২
ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোসের মোবাইল ফোন হ্যাক করার অভিযোগ ওঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ান জানায়, ২০১৮ সালে এই হ্যাকের ঘটনা ঘটে। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বেজোসের ফোনের সব তথ্য হাতিয়ে নেয়া হয়েছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত ফোন দিয়ে এই হ্যাকের ঘটনা ঘটে।
ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে জানা যায়, সৌদি যুবরাজের নিজস্ব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি এনক্রিপ্টেড ভিডিও ফাইল পাঠানো হয়েছিল বেজোসের অ্যাকাউন্টে। এর কয়েক ঘণ্টার মধ্যেই বেজোসের ফোন থেকে যাবতীয় তথ্য বেহাত হয়ে যায়। তবে ফোনে কী ধরনের তথ্য ছিল কিংবা কীভাবে তা ব্যবহার করা হয়েছিল সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে বেজোসের ফোন হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘জেফ বেজোসের ফোন হ্যাক নিয়ে নিয়ে সংবাদমাধ্যমে সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা হাস্যকর। আমরা এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে আসল ঘটনা জানা যায়।’
এই ঘটনায় একটি তদন্তকারী সংস্থাও নিয়োগ করেন বেজোস। দ্য ডেইলি বিস্টে সংস্থাটির প্রধান গাভিন দ্য বেকার বলেন, ‘এটা স্পষ্ট, এমবিএস (সৌদি যুবরাজ) ওয়াশিংটন পোস্টকেই তার সবচেয়ে বড় শত্রু মনে করেছিলেন। তাই সৌদি সরকারই বেজোসের ফোন হ্যাক করিয়েছিল, আমাজন প্রধানের গোপন খবরাখবর জানতে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব