
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ২৩:৪১
নাটোরের সিংড়ার চলনবিলে অভিনব কায়দায় খেজুর রসে বিষ মিশিয়ে পাখি নিধন চলছে বলে খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন দেশীয় প্রজাতির পাখির মৃত্যুর পাশাপাশি নিধনকৃত পাখিগুলো খেয়ে চলনবিলের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
সোমবার সকালে সিংড়ার চলনবিলের কৃষ্ণপুর আত্রাই নদীর বাঁধে প্রায় ২০টি খেজুর গাছের রসের হাঁড়িতে দানাদার বিষের অস্তিত্ব পাওয়া গেছে। বিষক্রিয়ায় মৃত পাখিগুলো গাছের নিচে ছিল। পরে স্থানীয় পরিবেশকর্মীরা পাখিগুলো উদ্ধার করেন। এছাড়া হাঁড়ি ও গাছ পানি দিয়ে ধুয়ে এলাকাবাসীকে সচেতন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ কর্মী মনির হোসেন, মিজানুর রহমান। এলাকাবাসী জানান, কিছু অসাধু ব্যক্তি আইনত দণ্ডনীয় অপরাধ জেনেও মাংসের স্বাদ ও সামান্য কিছু টাকার লোভে পাখি শিকারের এই জঘন্য কাজটি করছেন।
কলম ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রভাষক হারুন-অর রশিদ জানান, বর্ষার শেষ ভাগে বিলে পানি কমতে শুরু করার মাছ খাওয়ার লোভে অতিথিসহ দেশীয় প্রজাতির পাখিরা ভিড় জমায়। আবার শীতে খেজুর গাছের রসের হাঁড়িতে পাখিদের আনাগোনা দেখা যায়। আর এই সুযোগেই কিছু লোভী শিকারিরা পাখি নিধনে মেতে ওঠে। তারা খেজুরের রসে বিষ মেশানো ছাড়াও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করেও পাখিদের জন্য ফাঁদ তৈরি করে থাকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব