
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ২২:৩৭

ঢাকার সাভারে দুর্বৃত্তদের গণপিটুনিতে সন্ত্রাসী মাহফুজুর রহমান মাফু (৩৮) নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে অন্ধ কল্যাণ মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত মাফু একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বাড়ি কুমিল্লা জেলায়। সাভার পৌর এলাকার শাহীবাগে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেটটির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। নিহত মাফুর বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। ইতিপূর্বে মাফু একাধিকবার গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাস করেন।

ইনিউজ ৭১/এম.আর