
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৯, ১:৪৪

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের দাবিতে রুস্তম আলীর (২০) বাড়িতে অনশনে বসেছে এক প্রেমিকা (১৯)। বুধবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের কোলদীঘি গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রথমে মোবাইলে প্রেম, এরপর বাড়িতে আসা-যাওয়া। এভাবেই দুই বছর ধরে চলছিল প্রেম। প্রত্যেক মাসে বেয়াই আসতো বেয়াইনের বাড়িতে। এখন বিয়ে করতে বললেই বিভিন্ন অজুহাতে পিছিয়ে যায় বেয়াই। অবশেষে বিয়ের দাবিতে সেই প্রেমিকের বাড়ির সামনে অনশন করছে প্রেমিকা দাবিদার এক কলেজছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোলদীঘি গ্রামের আব্দুল লতিফের ছেলে রুস্তম আলীর সাথে বগুড়ার শেরপুর উপজেলার দশমাইল কলতাপাড়া গ্রামের এক কলেজ ছাত্রীর প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর টিকে থাকে তাদের এ সম্পর্ক। এখন প্রেমিক রুস্তম আলী ওই কলেজ ছাত্রীকে বিয়ে করতে নারাজ। তাই নিরুপায় হয়ে ওই তরুনী বুধবার দুপুর থেকে রুস্তম আলীর বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব