
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ০:১২

সিলেটের গোলাপগঞ্জে বিএনপি-শিবির নেতৃবৃন্দের বাসায় দাওয়াত খেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে দাওয়াত খাওয়ায় তার নির্বাচনী এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
বেলাল হোসেনের ভাই আলী হোসেন কানাডা বিএনপির প্রচার সম্পাদক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরকালে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন। এছাড়াও তিনি সেখানকার বিএনপি-জামায়াতের রাজনীতির একজন সক্রিয় নেতা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব