
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ১৮:৪৮
ব্রাজিলের আমাজনের আগুনের খবরে বিশ্ববাসী যখন উদ্বিগ্ন, তখন মধ্যে আফ্রিকার জঙ্গলে ‘আরও ভয়াবহ’ আগুনের খবর দিল নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির ‘ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম’ জানিয়েছে, অ্যাঙ্গোলায় কমপক্ষে ৬ হাজার ৯০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। একই সঙ্গে কঙ্গো জ্বলছে ৩ হাজার ৩৯৫টি আগুনে। ব্রাজিলের ক্ষেত্রে একই প্রতিষ্ঠান ২ হাজার ১২৭টি অগ্নিকাণ্ডের কথা বলেছিল। কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে কঙ্গো ও অ্যাঙ্গোলায় ৪৮ ঘণ্টার মধ্যে ব্রাজিলের চেয়েও ভয়াল আগুন দাপট দেখিয়েছে।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জলবায়ু সংক্রান্ত কর্মী ও দূত টোসি এমপানু বলেছেন, ‘আফ্রিকা আর ব্রাজিলের আগুন একই কারণে তৈরি হয়নি। আমাজনে হয়তো খরা ও জলবায়ু পরিবর্তনের জেরে এই অবস্থা। তবে মধ্য আফ্রিকা জ্বলছে মূলত ভ্রান্ত কৃষি পদ্ধতির কারণে।’ কঙ্গোয় জঙ্গল পরিষ্কারের জন্য জুম পদ্ধতিতে চাষ হয়। দেশটির ৯ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পান। তাই বেশির ভাগ মানুষ কাঠ জ্বালিয়ে রান্নাবান্না ও অন্য কাজ করেন। সেখানে অরণ্য-নিধন চলছে ব্যাপক হারে। খনিজ ও তৈল প্রকল্পের জেরেও ক্ষতি হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর