
প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ২১:৪৬

জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী তাকে চাকরিচ্যুত বা পদাবনতি দেয়া হবে। সোমবার (২৬ আগস্ট) এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এদিকে নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর রোববার (২৫ আগস্ট) তাকে জামালপুর থেকে বদলি করে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) হিসেবে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তবে আদেশ পাওয়ার আগেই শনিবার রাত ৩টায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তিনি জামালপুর ত্যাগ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। পরে ঢাকায় চলে আসেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব