
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০:১২

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে অনুষ্ঠিত হয়ে গেলো রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্তি সমাবেশ। রোববার ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের দুই বছর পূর্তিতে এসে বড় ধরণের শোডাউন করে রোহিঙ্গারা। কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গাদের পরনে ছিল তাদের নিজস্ব ঐতিহ্যগত পোষাক সাদা সার্ট, পাঞ্জাবি আর লুঙ্গি। এ সময় তারা সবাই মিলে স্লোগান তোলেন— ‘উই আর রোহিঙ্গা, নট বাঙালি’।
মিয়ানমার সরকার আলোচনার কথা বলে আমাদের সাথে প্রতারণা করছে উল্লেখ্য করে রোহিঙ্গা নেতা মোহাম্মদ ইলিয়াছ বলেন, যেখানে গত বৈঠকে আরো আলোচনার সিদ্ধান্ত হয় সেখানে হঠাৎ প্রত্যাবাসনের ঘোষণা দেয় মিয়ানমার সরকার। কিন্তু বৈঠকে দাবি মানার বিষয়ে আরও আলোচনার কথা বলাহয়ে ছিল, সেখানে প্রত্যাবাসনের ঘোষণা ছিল পুরোপুরি হাস্যকর। সমাবেশে আসা রোহিঙ্গা মোস্তাফিজুর রহমান বলেন, যে দাবিগুলো দেয়া হয়েছে তা আমাদের অধিকার। মিয়ানমার সরকার আমাদের অধিকার দিতে রাজি নয়, তাই এত চলনা করছে। দাবি না মানা পর্যন্ত মিয়ানমারে ফিরে যাবো না। এছাড়াও মধুছড়া ক্যাম্প ও ২৪ নং ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব