দেশে করোনা শনাক্তের ৬৯ শতাংশই ওমিক্রন: ডিজি

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: সোমবার ১৭ই জানুয়ারী ২০২২ ০৬:৫৭ অপরাহ্ন
দেশে করোনা শনাক্তের ৬৯ শতাংশই ওমিক্রন: ডিজি

সারা দেশে করোনা শনাক্তের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকায়। আজ সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম এ তথ্য জানান।


দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।


এছাড়া, গতকাল রোববার সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। মারা গেছেন ৮ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ১৪৪ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩০৫টি।


পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। এর আগের দিন শনিবার করোনা শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৪৭ জনের। আর মারা গিয়েছিল ৭ জন। ওইদিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ।


একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনের। সুস্থ হয়েছেন আরও ২৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।


প্রসঙ্গত, দেশে সর্বশেষ করোনা শনাক্তের হার ১০ এর নিচে নেমে এসেছিল গত বছরের সেপ্টম্বরে। এছাড়া দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।