রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ০৪:২৮ পূর্বাহ্ন
রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের ৪৮ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়।অর্থাৎ রামেক হাসপাতালে আবারও মৃত্যু বাড়লো।  


এ নিয়ে গেল এক সপ্তাহে মৃতের সংখ্যা ৯২ জনে দাঁড়ালো। এরমধ্যে ৭২ জনই করোনার ‘হটস্পট’ হয়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার অধিবাসী। ৭২ জনের মধ্যে ৪২ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা এবং বাকি ৩০ জন রাজশাহীর।


বৃহস্পতিবার (১০ জুন) রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গেল ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। অন্য পাঁচজন মারা গেছেন উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ৭ জন রোগীর মধ্যে পাঁচজনই রাজশাহীর আর দু’জন চাঁপাইনবাবগঞ্জের।  


এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯০ জন রোগী ভর্তি আছেন। তবে বেড রয়েছে ২৭১টি। গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ১৮, চাঁপাইনাববগঞ্জের ১৬, নওগাঁর ৭ জন ও নাটোরের ১ জন রোগী রয়েছেন। হাসপাতালের আইসিইউতে রয়েছেন ১৮ জন।