পৃথিবীতে কত কত অদ্ভুত জিনিস দেখি আমরা। তার অনেক কিছুই সত্যি মনে হয়, আবার কিছু আমরা মানি না। চোখের ভুলও মনে করি। এমনই এক চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যুক্তরাষ্ট্রে এক নারীর বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে। যা দেখে ওই নারী চমকে গেছেন। আর ফুটেজটি প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিভিয়ান গোমেজ নামের এক নারীর অ্যাকাউন্ট থেকে ফুটেজটি পোস্ট করা হয়েছে। ফুটেজটি দেখে যে কেউ প্রথমে চমকে যাবেন।
ফুটেজের প্রথমেই দেখা যায়, একটি মানুষের মতো অবয়বের ছায়া। তারপর ক্যামেরার সামনে চলে আসে সেই অবয়বটি। প্রথম দেখলে মনে হবে কোনো ভিন গ্রহের প্রাণী। যে নেচে বেড়াচ্ছে। পরের মুহূর্তে সেটি অদৃশ্য হয়ে যাচ্ছে। ভিভিয়ান গোমেজ ফেসবুকে পোস্ট করা ফুটেজটির সঙ্গে লিখেছেন, রবিবার সকালে ক্যামেরায় ধরা পড়া এই ছবিটি তিনি দেখতে পান। সেটি কি ছিল তা বোঝার চেষ্টা করছেন। অন্য কেউ তাদের ক্যামেরায় এই ছবি দেখেছেন কি? তার বাড়ির অন্য দুটি ক্যামেরায় কোনো কারণে ধরা পড়েনি দৃশ্যটি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।