মহেশপুর সীমান্তে ২৪ জন আটক, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৩:৪৪ অপরাহ্ন
মহেশপুর সীমান্তে ২৪ জন আটক, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে।


বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। চলতি জানুয়ারি মাসে এ নিয়ে ৮৯ জন এবং ২০২৪ সালে ২ হাজার ৩১১ জনকে আটক করা হয়েছে। গত বছরের আটককৃতদের মধ্যে ২ হাজার ২৫৭ জন বাংলাদেশি, ৩৪ জন ভারতীয় এবং ২০ জন রোহিঙ্গা নাগরিক ছিলেন। মহেশপুর ব্যাটালিয়ন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে যাতে সীমান্তে অবৈধ পারাপার বন্ধ করা যায়। 


৫৮ বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তারা স্থানীয় জনসচেতনতা বাড়াতে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা সীমান্ত অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।