
প্রকাশ: ৪ জুন ২০১৯, ০:৩৩

আড়ংয়ে একই পণ্য এক সপ্তাহের ব্যবধানে অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগে প্রতিষ্ঠানটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এ ঘটনার পর থেকে আড়ং এর বিরুদ্ধে ভোক্তাদের তীব্র প্রতিবাদের ঝড় উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে আড়ং এর একটি শার্ট পুড়িয়ে প্রতিবাদ জানানোর ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ছবিটিতে দেখা যায়, আড়ং এর লাল রঙের একটি শার্টে আগুন দিচ্ছেন গ্রামের এক ছেলে। এক্স এল সাইজের ওই শার্টিটিতে আড়ং এর লগো ছবিতে ধরা পড়েছে।
আড়ং এর শার্ট পোড়ানো ছেলেটির নাম সজীব ওয়াফি। তিনি আড়ংয়ের একজন নিয়মিত ভোক্তা। তিনি বরিশালের বাসিন্দা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি ফেসবুকে শার্ট পোড়ানো ছবিটি প্রকাশ করে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, “আড়ং এর নিয়মিত গ্রাহক ছিলাম বলতে গেলে। লুটপাট যখন জায়েজ করা হবে, গণমানুষের উপর খবরদারি চলবে, শোষণ চলবে; তখন ঈদের নতুন জামা পুড়িয়ে হলেও আড়ং বর্জনের ডাক দিলাম....!!”

ইনিউজ ৭১/টি.টি. রাকিব