ভূরুঙ্গামারীতে বেশি দামে সার বিক্রি, ডিলারদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বেশি দামে সার বিক্রি, ডিলারদের জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে বিসিআইসি অনুমোদিত পাঁচ ডিলারকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। প্রতি বস্তা ডিএপি সার ১ হাজার ৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি করায় এ শাস্তি আরোপ করা হয়। সরকারের সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী এ শাস্তি কার্যকর করা হয়।  


বেশি দামে সার বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। অভিযানকালে ডিলার মেসার্স মো: শহিদুল আলম, মেসার্স হিরালাল সাহা, মেসার্স এন.এস. ফার্টিলাইজার ও মেসার্স জনার্দন চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স সুমন ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  


এ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল জব্বার, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য সদস্যরা। অভিযানের সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ডিলারদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।  


উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, বাজারের চেয়ে ডিএপি সার প্রতি বস্তা ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি দামে বিক্রি করছিলেন ডিলাররা। তাদের এই অন্যায়ের জন্য জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এমন কার্যকলাপ পুনরায় ঘটলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।  


সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা কৃষকদের ওপর আর্থিক চাপ তৈরি করে, যা চাষাবাদে নেতিবাচক প্রভাব ফেলে। এই অভিযান চলমান থাকবে এবং কৃষকদের অধিকার নিশ্চিত করতে প্রশাসন সবসময় তৎপর থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  


প্রসঙ্গত, ফসলি জমির উর্বরতা বজায় রাখতে সারের সঠিক দাম এবং প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু কিছু অসাধু ডিলার সরকারি নির্দেশনা অমান্য করে বেশি মুনাফার লোভে এ ধরনের কাজ চালিয়ে আসছিল। তবে প্রশাসনের কড়া নজরদারিতে তাদের এমন কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া চলছে।  


উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসন আরও তৎপর হবে। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে শাস্তি পেতে হবে। অভিযানের ফলে স্থানীয় কৃষকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।  


কৃষি কর্মকর্তারা বলছেন, সঠিকভাবে আইন বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধি করলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। অভিযানের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।