প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:৩৫
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক বন্ধ থাকার পরে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানিসহ সকল কার্যক্র পূর্বের নিয়মে চালু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন।
তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে এক দিন বন্ধ থাকার পরে আজ আবারও আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।