প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ০:২৪
নওগাঁর ধামইরহাটে পল্লী উদ্যোক্তা ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে কোভিড-১৯ এর প্রভাবে উপজেলার কৃষক সমবায় সমিতি ও পল্লী উন্নয়ন দলের ক্ষতিগ্রস্ত ৩৯ জন ক্ষুদ্র্র ব্যবসায়ীদের ক্ষতি পুরিষে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় এ ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) রামানন্দ সরকার,ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী আলাল হোসেন।
ক্ষতিগ্রস্ত ৩৯ জন প্রত্যেককে এক লক্ষ টাকা করে প্রদান হয়। মাত্র শতকরা ৪ ভাগ সুদহারে ২ বছর মেয়াদী ঋণ বিতরণ করা হয়।