সেন্টমার্টিনে কোস্ট গার্ডের এক অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৬টায় দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সুমন আল মুকিত সোমবার দুপুরদুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন সেন্টমার্টিন এই বিশেষ অভিযান চালায়। অভিযানে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও নগদ ১৬০০ টাকাসহ দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানায়, মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।