শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের রূপসপুর গ্রামে অবস্থিত ‘সীতেশ বাবুর মিনি চিড়িয়াখানা’ নামে পরিচিত বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্র বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, গত বছরের ১৮ জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৬৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত প্রাণীদের মধ্যে রয়েছে ২৩টি অজগর সাপ, ৯টি লজ্জাবতী বানর, ৬টি গন্ধগোকুল, ৪টি বনবিড়াল, ৪টি শঙ্খচিল, ৩টি বেতাজরা সাপ, ২টি দারাশ সাপ ও ২টি সবুজ কালী মনসা সাপ। এছাড়া একটি করে সবুজ বোরাল (পিট ভাইপার), ভোঁদড়, জঙ্গলি পেঁচা, উল্টো লেজি সিংহ বানর, শিয়াল, বেজি, লক্ষ্মীপেঁচা, নীলকণ্ঠ পাখি, পদ্মগোখরা, জুনিয়া সাপ, সোনা গুঁইসাপ, ঘরগিন্নী পাখি, ভুবনচিল ও সুন্দি কচ্ছপ উদ্ধার করা হয়।
জানা গেছে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম সমৃদ্ধ বনাঞ্চল। তবে নির্বিচারে বৃক্ষ নিধন, জঙ্গল উজাড়, অপরিকল্পিত রিসোর্ট ও ভিলা নির্মাণ এবং মানুষের অবাধ প্রবেশের কারণে বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে খাদ্য ও নিরাপদ আবাসস্থলের অভাবে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে।