বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কচুছড়িমুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়িমুখ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা না গেলেও পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের জিআর নম্বর ৯৮৭৯২৮।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, জো সাবান, ভিভেল সাবান, লাক্স, ডাভ, লাইফবয়, নিমা সাবান, অলিভ অয়েল, ডাবল আমল তেল, সেভেন অয়েল, সেনসুডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারার ওষুধ এবং ডারবিন ক্রিমসহ বিভিন্ন ভোগ্যপণ্য।