কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী "উলিপুর প্রেসক্লাব" এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র্যালী, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মনোরঞ্জন রায়, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কমরেড দেলোওয়ার হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, নুরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার, সাংবাদিক জাহিদ হাসান, শিমুল দেব, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছর ধরে ঐতিহ্যবাহী উলিপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পরে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।