মানববন্ধনে সার কেলেংকারি, অবৈধ ডিলারশিপ বাতিল, দুর্নীতি বন্ধ, কৃষক রক্ষা ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে কৃষকরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন উজানচর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু, কৃষক কালাচাঁদ বেপারি প্রমূখ।
বক্তারা বলেন, মাসুদ মন্ডলের বিরুদ্ধে ইতিপূর্বে উর্ধ্বতন পর্যায়ে বিভিন্ন অভিযোগ দেয়ার পরও সে কিভাবে সারের ডিলারশিপ পায়, তা আমরা জানতে চাই। সেইসাথে মাসুদ মন্ডল সহ আওয়ামী লীগ আমলে দেয়া সকল ডিলারশীপ বাতিল চাই।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, এর আগে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কৃষি অফিস তদন্ত করে মাসুদ মন্ডলের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রমাণ পায়নি। সে জন্য তার ডিলারশিপ বহাল রয়েছে।
এছাড়া তিনদিন আগে আমি নতুন করে একটি অভিযোগ পেয়েছি। সেটা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত মাসুদ মন্ডল দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বাড়তি দামে সার বিক্রি করেন না। নিয়ম মেনে ২০১৮ সালে বিএডিসির ডিলারশীপের জন্য আবেদন করি। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তার অনুমোদন লাভ করি। কিন্তু কতিপয় লোকের মিথ্যা অভিযোগের কারণে তার নামে সারের বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। আমি সম্পূর্ণ নিয়ম মেনে ব্যবসা করছি। প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।