প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১৯:৫

নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় প্রমাণ পাওয়া যায় যে, এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিল।
