প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১৯:২১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
