
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
