প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্রসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পৃথক সময়ে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
