এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক বিমল কুমার রায়, মাধ্যমিক শাখার পরিচালক খালেদা আক্তার শিপু, প্রধান শিক্ষক গোলাম মোর্তজা হেলালসহ প্রাথমিক ও মাধ্যমিক শাখার অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ প্রমূখ।
সভা শেষে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন অধ্যক্ষ ও অতিথিবৃন্দ।
সভায় অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, পরীক্ষায় একটা শিক্ষার্থী কতটা ভালো ফলাফল করলো এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কতটা মানুষের মতো মানুষ হতে পারল।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাদের মোবাইল আসক্তি হতে দূরে রাখতে হবে। মোবাইল ব্যবহারকারী কোনো শিক্ষার্থীকে স্কুলে রাখা হবে না। তিনি শিশুদের সুশিক্ষার জন্য, সকল ধরণের ক্ষতিকর দিক থেকে দূরে রাখতে তাদেরকে বেশি বেশি সময় দেয়া এবং স্কুলে পাঠদান চলাকালীন সময়ে অভিভাবকদের খোঁজ রাখার আহবান জানান।