ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
গোয়ালন্দের সর্বস্তরের জনগণ ও জুলাইয়ের বিপ্লবী ছাত্র সমাজের উদ্যোগে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা–খুলনা মহাসড়কে অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থানে থেকে নজরদারি চালায়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, জুলাই যোদ্ধা সজিব শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সহ-সংগঠক মো. আকিব, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাগর খান, সাধারণ সম্পাদক সুজনুর রহমান সাগরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?’, ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও’সহ নানা স্লোগান দেন।
বক্তারা বলেন, হাদির মতো একজন দেশপ্রেমিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা ন্যাক্কারজনক অপরাধ। তারা গোয়ালন্দে শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং কোনো অরাজকতা সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করেন।
সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।