প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

এক সময় গ্রামবাংলার শীত মানেই ছিল ঢেকির শব্দ, চাল গুটানো আর কুটুম আগমনের প্রস্তুতি। সন্ধ্যার পর ঢেকির আওয়াজে মুখরিত থাকত এলাকা, শিয়ালের ডাক আর রূপকথার গল্পে ভরে উঠত উঠান। কিন্তু কালের পরিবর্তনে সেই চিত্র আজ অনেকটাই বিলীন। আধুনিক প্রযুক্তি আর ব্যস্ত জীবনে হারিয়ে যাচ্ছে ঢেকির শব্দ, হারিয়ে যাচ্ছে গল্প বলা মানুষও। তবুও শীত এলেই বাঙালির মনে ফিরে আসে পিঠার টান।
