প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন গাজী তাহমিদ খান (২০) নামের এক ছাত্রদল কর্মী। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় তিনি বারইয়ারহাট পৌর বাজার এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
