সিরাজগঞ্জে মৎস্য অধিদপ্তরের সরকারি মৎস্য খামারের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পর্যায়ে আঞ্চলিক এ কর্মশালা আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসের আয়োজনে কর্মশালাটি সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে।
সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান ছিলেন রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কর্মশালার বিশেষ অতিথি প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তার অফিসের সিনিয়র সহকারী পরিচালক দেবাশীষ ঘোষ।
কর্মশালায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু ও সদস্য সচিব নুরুল ইসলাম নুরুলসহ জেলা ও উপজেলাসমূহের মৎস্য কর্মকর্তা, মৎস্যজীবী ও খামারিরা অংশ নেন।