প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর–শাহজাদাপুর সড়কে প্রায় ৩১ মিটার দীর্ঘ একটি আরসিসি গাটার ব্রিজে উদ্বোধনের আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্রায় ৩ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিস্তৃত ফাটল দেখা দেওয়ায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তাদের দাবি—নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
