
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের সেবা কার্যক্রমে অংশ নেননি।
