দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্রকে ১০ শয্যা হাসপাতালে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকেলে ভাদুরিয়া বাজার ও আশেপাশের গ্রামের বাসিন্দারা দাবি তুলেন,স্থানীয় চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন। আশপাশের বহু গ্রাম এই কেন্দ্রের ওপর নির্ভরশীল হওয়ায় দ্রুত উন্নীতকরণের দাবি জানান তারা।
এ সময় ইসলামি আন্দোলন দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা নুরে আলম সিদ্দিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ওবায়দুল ইসলাম, ব্যবসায়ি গোলাম আজম মনির, ইকবাল হোসেনসহ অনেকেই অংশগ্রহন করে।