প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা-পাওনা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রহিম (৫৭) নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে মারধরের ঘটনা ঘটে।
