
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৭:৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরাতন কাপড় ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিয়াদ আবেদীন মন্টু। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মোঃ শাহ আলম তালুকদার। তিনি পেয়েছেন ৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মোঃ আব্দুল আজিজ। তিনি পেয়েছেন ৪২ ভোট।
