বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষ্যে উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের(এলডিডিপি) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। এবারের প্রতিপাদ্য-দেশীয় জাত, উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি।
এ উপলক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হেলিপ্যাডে এসে শেষ হয়। সেখানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ খুরশীদ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা ভেটেরিনারি সার্জন মাহামুদ হাসান। সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার নার্গিস আক্তার, উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলার বিভিন্ন খামারিগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রাণিসম্পদের উন্নয়নে খামারিদের ভূমিকা রয়েছে। আপনাদের এই সম্পদের আশানুরূপ ফল পাওয়ার ক্ষেত্রে সরকার ফ্রি চিকিৎসা ও ঔষধের ব্যাবস্থা রেখেছেন। সবাইকে পশুসম্পদের প্রতি আগ্রহ বাড়াতে প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ পর্যন্ত চলবে। আলোচনা সভার শেষে সেবা সপ্তাহ উপলক্ষ্যে পশু, পাখি প্রদর্শনের স্টল ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ । প্রদর্শনীর শেষে তিন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।