প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৮

বরিশালে নগরের নির্দিষ্ট কিছু সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা রিকশা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা নগরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সদর রোডে এসে শেষ হয়।
