
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৩৪

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর অনুমতি না নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করেছেন—এমন অভিযোগ উঠেছে মনোয়ার হোসেন (৫০) নামে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রথম স্ত্রী মঙ্গলবার তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মনোয়ার হোসেন রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পৌর এলাকার শোলাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। আর যাকে তিনি বিয়ে করেছেন বলে অভিযোগ, তিনি শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
