
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:৩১

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অভ্যুত্থানের পর ডিএমপি একদম ভঙ্গুর অবস্থায় পড়েছিল। তবে দীর্ঘ প্রচেষ্টা, কষ্ট এবং জনসাধারণের সহযোগিতায় পুলিশ সদস্যরা ধীরে ধীরে মনোবল ফিরে পেয়েছেন। তাই এই মনোবল ভাঙার কোনো চেষ্টা না করার জন্য তিনি জনগণ ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার এসব কথা বলেন।
