প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপড়েন তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দলটির একাংশের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খানের প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। উপজেলা পরিষদ চত্বরের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে দুই উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
