
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার রায় আগামী ১৭ নভেম্বর তারিখে অবশ্যই ঘোষণা হবে। আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। রায়কে কেন্দ্র করে দেশে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে—সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানান তিনি।
