প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২০:৩১

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর হোসেন (৪০) ও দেলোয়ার সরদার (৪২) নামের দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
